ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

বাসের নিচে মোটরসাইকেল, ট্যাংক বিস্ফোরণে আগুনে আহত ব্যাংক কর্মকর্তার মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ২৮ এপ্রিল ২০২৪   আপডেট: ১০:২৮, ২৮ এপ্রিল ২০২৪
বাসের নিচে মোটরসাইকেল, ট্যাংক বিস্ফোরণে আগুনে আহত ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ফাইল ফটো

রাজধানীর বনানীতে বাসের নিচে চাপা পড়া আহত মোটরসাইকেল আরোহী ও ব্যাংক কর্মকর্তা মুস্তাফা কামাল মারা গেছেন।

শনিবার (২৭ এপ্রিল) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, একই দিন বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মুস্তফা কামাল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হাসনাবাদ শাখায় কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শনিবার বিকেলে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি বাস মহাখালী বাস টার্মিনাল যাচ্ছিল। বনানী এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল ইউটার্ন নেওয়ার সময় ওই বাসের নিচে চলে যায়।

আরো পড়ুন:

সে সময় মোটরসাইকেলকে অনেক দূর টেনে নিয়ে যায় বাসটি। একপর্যায়ে মোটরসাইকেলের ট্যাংক বিস্ফোরণে বাসটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাকসুদ/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়