ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসছে তুরস্কের নৌবাহিনীর জাহাজ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ৭ মে ২০২৪  
বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসছে তুরস্কের নৌবাহিনীর জাহাজ

ঢাকা-আঙ্কারার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে দেশটির নৌবাহিনীর জাহাজ বাংলাদেশে আসছে। আজ মঙ্গলবার (৭ মে) তুর্কি নৌবাহিনীর জাহাজ ‘টিসিজি কিনালিয়াদা’ চট্টগ্রামে পৌঁছাবে।

ঢাকার তুরস্কের দূতাবাস এ তথ্য জানায়।

তুর্কি নৌবাহিনীর জাহাজ ‘টিসিজি কিনালিয়াদা’ ৭-৯ মে বাংলাদেশ সফর করবে। তুর্কি নৌবাহিনীর এ জাহাজটি সাড়ে চার মাসের যাত্রায় ২০টি দেশের ২৪টি বন্দরে ভিড়েছে। এ সফরের লক্ষ্য নৌবাহিনী ও দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন। এরই ধারাবাহিকতায় তার আঞ্চলিক সফরের পরিপ্রেক্ষিতে ‘টিসিজি কিনালিয়াদা’ চট্টগ্রাম বন্দরে আসছে। আগামী মঙ্গলবার সকাল ১০টায় জাহাজটির চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

আরো পড়ুন:

দূতাবাস আরও জানায়, তুর্কি ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে তুর্কি নৌবাহিনীর জাহাজ ‘টিসিজি কিনালিয়াদা’কে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে তুরস্ক আনন্দিত।

/হাসান/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়