শাহবাগে রাস্তা অবরোধ

সংগৃহীত ছবি
রাজধানীর শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে রাস্তা অবরোধ করেছেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরপ্রত্যাশীরা। ফলে, ওই এলাকায় যানজট দেখা দিয়েছে।
শনিবার (১১ মে) বিকেলে তারা রাস্তায় অবস্থান নেন। শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাজিরুর রহমান রাইজিংবিডিকে বলছেন, ‘আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া চেষ্টা করছি।’
বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে একটি পদযাত্রা নিয়ে গণভবন অভিমুখে যাত্রা শুরু করেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরপ্রত্যাশীরা। শাহবাগ মোড়ে আসলে পুলিশের বাধার মুখে পড়ে পদযাত্রাটি। পরে সেখানেই তারা ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে বসে পড়েন।
রাস্তা অবরোধ করায় শাহবাগের সব সড়কে শত শত যানবাহন আটকা পডেছে। দেখা দিয়েছে তীব্র যানজট। বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট নিয়ন্ত্রণে কাজ করছিল ট্রাফিক পুলিশ।
মাকসুদ/রফিক