ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

শিশুদের মাঝে ১০ হাজার গাছের চারা বিতরণ করেছে বাবুল্যান্ড 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ১১ মে ২০২৪   আপডেট: ১৯:০৮, ১১ মে ২০২৪
শিশুদের মাঝে ১০ হাজার গাছের চারা বিতরণ করেছে বাবুল্যান্ড 

ছয় বছরে পদার্পণ করলো শিশুদের বিনোদনভিত্তিক ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড। এবারের বিশেষ আয়োজনে ভিন্নমাত্রা যোগ করেছে শিশুদের মাঝে গাছের চারা বিতরণের মতো সামাজিক উদ্যোগ। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার পাশাপাশি সবুজ পৃথিবীর গুরুত্ব শিশুদের কাছে তুলে ধরতে শিশুদের মাঝে প্রায় ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

রাজধানীতে উন্মুক্ত জায়গা দিন দিন কমে যাচ্ছে। সেই সঙ্গে কমে যাচ্ছে গাছ। সবুজ শ্যামল বাংলাদেশ এখন শুধু বইয়ের পাতায়। অপরিকল্পিত নগরায়ন ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তন তথা উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ। শিশুদের মাঝে গাছের গুরুত্ব তুলে ধরতে বাবুল্যান্ডের এ উদ্যোগ।

২০১৮ সালের ১১ মে যাত্রা শুরু করা বাবুল্যান্ডের মোট শাখা ১১টি। ঢাকার বিভিন্ন জনপ্রিয় মার্কেট এবং ল্যান্ডমার্কে আছে বাবুল্যান্ডের ব্র্যাঞ্চ।

 

হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়