ঢাকা     বুধবার   ২৩ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১০ ১৪৩২

ঢাকায় জাতিসংঘ জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ১৩ মে ২০২৪  
ঢাকায় জাতিসংঘ জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক ড. নাতালিয়া কানেম ঢাকায় এসেছেন।

রোববার (১২ মে) ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাতালিয়াকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহু-পক্ষীয় অর্থনৈতিক অনুবিভাগের মহাপরিচালক ফাইয়াজ মুরশিদ কাজী।

নাতালিয়া কানেম আগামী ১৫ মে ঢাকায় অনুষ্ঠেয় দুই দিনব্যাপী ‘আইসিপিডি-৩০ গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভারসিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’- শীর্ষক বৈশ্বিক সংলাপে যোগ দেবেন।

আরো পড়ুন:

২০২৪ সালে আইসিপিডি ৩০ বছর পূর্তি উদযাপন করছে জাতিসংঘ ও বিশ্বের বিভিন্ন দেশ। উদযাপনের অংশ হিসেবে আগামী ১৫-১৬ মে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আইসিপিডি-৩০ গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভারসিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’- শীর্ষক বৈশ্বিক সংলাপ। এতে যৌথ আয়োজক হিসেবে বাংলাদেশ ছাড়াও রয়েছে জাপান ও বুলগেরিয়া।

আগামী বুধবার ঢাকায় এ সংলাপের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও ইউএনএফপিএ’র নির্বাহী পরিচালক ড. নাতালিয়া কানেম, বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. রোকেয়া সুলতানা, জাপানের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার হোসাকা ইয়াসুশি এবং বুলগেরিয়া সরকারের প্রতিনিধিদের যোগ দেওয়ার কথা রয়েছে।

/হাসান/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়