ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীর পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার 

প্রকাশিত: ২১:৪৪, ২১ মে ২০২৪  
রাজধানীর পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার 

রাজধানীর পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) খিলগাঁও নাগদারপাড় এলাকা থেকে অজ্ঞাতনামা (৬৫) এক ব্যক্তি ও দৈনিক বাংলা এলাকা থেকে মকবুল হোসেনের (৪৫) নামের এই দুটি মরদেহ করা হয়েছে। উদ্ধারের পর লাশ দুটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ রুহুল আমিন জানান, খবর পেয়ে বিকাল ৪টার দিকে খিলগাঁও নাগদারপাড় ব্রিজের পাশ থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। তার পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে প্রকৃতির। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।

এদিকে, মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রায়হান জানান, দুপুর ২টার দিকে দৈনিক বাংলা মোড়ে মেট্রো রেলের নিচ থেকে মকবুল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি মাদকাসক্ত ছিলেন। মাঝে মাঝে রিকশা চালাতেন। পরিবারের সঙ্গে কোনও সম্পর্ক ছিল না তার। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণর তার মৃত্যু হয়েছে।

/এনএইচ/

সর্বশেষ

পাঠকপ্রিয়