ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

আমরাইলছড়া চা বাগানে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ২৫ মে ২০২৪  
আমরাইলছড়া চা বাগানে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

‘রক্ত দিন, জীবন বাঁচান’ স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আমরাইলছড়া চা বাগানে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করা হয়েছে।

শনিবার (২৫ মে) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বাংলাদেশ টি কমিউনিটি ব্লাড ফাইটারের আয়োজনে ও সন্তোষ রবি দাস অঞ্জনের পৃষ্ঠপোষকতায় দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে বাংলাদেশ টি কমিউনিটি ব্লাড ফাইটারের যুগ্ম আহ্বায়ক রিপন মৃধা বলেছেন, একসময় দেখা যেত, রক্তের অভাবে চা বাগানের মানুষ মারা যেত। সবার যাতে রক্ত দেওয়ার আগ্রহ বাড়ে এবং রক্তের অভাবে মানুষ না মারা যায়, সেজন্য এ ক্যাম্পেইন।

সন্তোষ রবি দাস বলেন, একসময় মানুষ টাকা দিয়ে রক্ত কিনে রোগীকে দিতেন। এখন চা বাগানের লোকজন নিজের রক্তের গ্রুপ জানে এবং স্বেচ্ছায় রক্ত দিয়ে মানুষকে বিপদের মুখ থেকে বাঁচায়।

রায়হান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়