ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

রোহিঙ্গা শিক্ষক নিহত হওয়ার ঘটনায় ইউনিসেফের নিন্দা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ৩০ মে ২০২৪   আপডেট: ০৯:০০, ৩০ মে ২০২৪
রোহিঙ্গা শিক্ষক নিহত হওয়ার ঘটনায় ইউনিসেফের নিন্দা

কক্সবাজারের আশ্রয়কেন্দ্রে গুলিতে এক রোহিঙ্গা শিক্ষক নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট।

বুধবার (২৯ মে) এক বিবৃতিতে শেলডন ইয়েট এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, কক্সবাজারে একটি শরণার্থী শিবিরে বন্দুকের গুলিতে এক রোহিঙ্গা শিক্ষক নিহত হওয়ার ঘটনায় ইউনিসেফ গভীরভাবে মর্মাহত। ইউনিসেফ এ ঘটনায় আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং নিহত ব্যক্তির পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছে। স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানে যেকোনো হামলার ঘটনায় ইউনিসেফ তীব্র নিন্দা জানায়। শিক্ষাপ্রতিষ্ঠান অবশ্যই শিশু এবং এই অপরিহার্য সেবার সঙ্গে জড়িত সব কর্মীদের জন্য একটি নিরাপদ স্থান হতে হবে।

উল্লেখ্য, গত ২৮ মে কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে সিরাজুল ইসলাম নামে এক শিক্ষক নিহত হন। 

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়