ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে দ্রুত আমদানির সুপারিশ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ৩০ মে ২০২৪  
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে দ্রুত আমদানির সুপারিশ 

বর্তমানে পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী। তাই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানির লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। দ্বাদশ জাতীয় সংসদের ‘বাণিজ্য মন্ত্রণালয়’ সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে বৃহস্পতিবার (৩০ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু), মুহাম্মদ শাহজাহান ওমর, মাহমুদ হাসান সুমন ও বেদৌরা আহমেদ সালাম অংশগ্রহণ করেন।

বৈঠকে টিসিবি ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে গার্মেন্টসকর্মীদের জন্য টিসিবির স্মার্ট কার্ড প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে বাজারমূল্য স্থিতিশীল রাখার জন্য মনিটরিং করার, আলু সংগ্রহ ও সংরক্ষণে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটি রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে মেনমেইড ফাইবার পোশাক তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের  সচিব, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

আসাদ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়