তৃণমূলের ক্ষমতায়ন চায় না এক শ্রেণির মানুষ: প্রধানমন্ত্রী
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তৃণমূলে ক্ষমতায়ন হোক- এটি চায় না এক শ্রেণির মানুষ। নিজেদের আরাম আয়েশকেই বড় করে দেখেন জ্ঞানী-গুণীদের কেউ কেউ।
রোববার (২ জুন) গণভবনে বঙ্গবন্ধুকে নিয়ে ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কোন দেশের সাথে কার ঝগড়া তা দেখার প্রয়োজন নেই। উন্নয়ন সহযোগী যে হবে তাদের নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।
সরকারপ্রধান বলেন, অতীতে ইতিহাস বিকৃতির চেষ্টা করা হলেও এখন সেটি বন্ধ হয়েছে। চর্চা হচ্ছে সঠিক ইতিহাস। শিশু- কিশোরদের প্রতি আহ্বান জানান, সুশিক্ষায় শিক্ষিত হবার। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার।
/পারভেজ/সাইফ/