ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

ঈদে বিশেষ স্টিমার সার্ভিস ১৩, ১৬ ও ২০ জুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ৩ জুন ২০২৪   আপডেট: ১০:০৬, ৩ জুন ২০২৪
ঈদে বিশেষ স্টিমার সার্ভিস ১৩, ১৬ ও ২০ জুন

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিআইডব্লিউটিসির বিশেষ স্টিমার সার্ভিস চালু থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। ১৩, ১৬ ও ২০ জুন ঢাকা থেকে মোড়েলগঞ্জ এবং ১৪, ১৮ ও ২২ জুন মোড়েলগঞ্জ থেকে ঢাকায় চলাচল করবে এই স্টিমার।

অগ্রিম টিকিট পেতে কয়েকটি ফোন নম্বর (০১৮১৭-১২৫১৮৪ (হেড অফিস), ০১৭১৫-৪০৮০৪২, ০১৮৭৬-০২৫৭৯৯ (সদরঘাট অফিস) এবং ০১৭৩১-৪৪২৫৫৩ (বরিশাল অফিস) দিয়েছে কর্তৃপক্ষ। এসব নম্বরের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে।

রোববার (২ জুন) রাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য  অফিসার মো. জাহাঙ্গীর আলম খানএ তথ্য জানান।

আরো পড়ুন:

তিনি বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিআইডব্লিউটিসির বিশেষ স্টিমার সার্ভিস চালু থাকবে। ১৩ জুন,১৬ জুন ও ২০ জুন ঢাকা থেকে মোড়েলগঞ্জ এবং ১৪ জুন, ১৮ জুন ও ২২ জুন মোড়েলগঞ্জ থেকে ঢাকা চলাচল করবে।

/আসাদ/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়