ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

বিশ্ব যুব উৎসবে অংশগ্রহণকারীদের সঙ্গে রাশিয়ান হাউজের বৈঠক 

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ৪ জুন ২০২৪  
বিশ্ব যুব উৎসবে অংশগ্রহণকারীদের সঙ্গে রাশিয়ান হাউজের বৈঠক 

বিশ্ব যুব উৎসব ২০২৪-এ অংশগ্রহণকারীদের সঙ্গে ফলাফল এবং সম্ভাবনা নিয়ে ঢাকার রাশিয়ান হাউজে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার রাশিয়ান হাউজ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত রাশিয়ার অলিম্পিক নগরীর সোচি শহরের ফেডারেল টেরিটরিতে এবং রাশিয়ান ফেডারেশনের বিভিন্ন অঞ্চলের অন্যান্য শহরগুলিতে এই যুব উৎসবটি অনুষ্ঠিত হয়েছিল। বিশ্ব যুব উৎসবে অংশগ্রহণকারীদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়। 

উৎসবে রাশিয়ায় সফর করা বাংলাদেশের পাঁচজন সক্রিয় তরুণ প্রতিনিধি তাদের প্রাণবন্ত ইতিবাচক অনুভূতি ও আবেগ ব্যক্ত করেন । এই বৃহত্তম আন্তর্জাতিক যুব ইভেন্টটি তাদের জন্য নতুন পরিচিতি এবং অনন্য অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি এটি নিশ্চিত করার একটি সুযোগ ছিল যে, রাশিয়া বিশ্বের সকল জাতির কাছে গ্রহনযোগ্য এবং সম্মানিত।  

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারীরা যুব সহযোগিতার সম্ভাবনা এবং ঢাকার রাশিয়ান হাউজের সাথে বেশ কয়েকটি যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

হাসান/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়