ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

এনডিএ জোটকে অভিনন্দন জানালেন পররাষ্ট্রমন্ত্রী 

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ৫ জুন ২০২৪   আপডেট: ১৬:৫২, ৫ জুন ২০২৪
এনডিএ জোটকে অভিনন্দন জানালেন পররাষ্ট্রমন্ত্রী 

ছবি: রাইজিংবিডি

ভারতের লোকসভা নির্বাচনে সরকার গঠন করতে যাচ্ছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন এনডিএ জোট। এনডিএ জোটকে অভিনন্দন জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৫ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এই অভিনন্দন জানান। এসময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। 

মন্ত্রী বলেন, ভারতের নির্বাচনে এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আমরা তাদের অভিনন্দন জানাই। আমরা ইনডিয়া জোটকেও অভিনন্দন জানাই তারা ভালো ফলাফল করেছে।

এবারের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৮৬ আসন পেয়েছে। ইন্ডিয়া জোট পেয়েছে ২০২টি আসন। বিজেপি একা সরকার গঠনের জন্য ২৭২টি আসন পেতে ব্যর্থ হয়েছে। দলটি পেয়েছে ২৪০ আসন। কংগ্রেস পেয়েছে ৯৯টি।

ভারতের নতুন সরকারের সাথে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক অনেক উন্নয়ন হয়েছে। উভয় দেশের মধ্যে আন্তরিকতা পূর্ণ, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল, আশা করি আগামীতেও অব্যাহত থাকবে।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে ভারতের সঙ্গে রক্তের বন্ধনে আবদ্ধ সম্পর্ক। এর সঙ্গে অন্য কোনো দেশের সম্পর্কের তুলনা হয় না।

তিনি বলেন, গত ফেব্রুয়ারিতে আমার সফরে কিছু বিষয়ে আলোচনা হয়েছে। তবে কিছু বিষয়ে আলোচনার জন্য ভারতের নির্বাচন পর্যন্ত  অপেক্ষা করা প্রয়োজন ছিল। শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করতে পারেন। আসন্ন প্রধানমন্ত্রীর সফরে সেসব বিষয়ে আলোচনা হবে।

এবার ইন্ডিয়া জোট অনেক বেশি আসন নিয়ে বিরোধীদল হতে যাচ্ছে। বিরোধীদল হিসেবে তারা কতটা কার্যকর হবে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাব মন্ত্রী বলেন, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। তবে ভারতে বিরোধীদল সবসময় একটি ভালো ভূমিকা রাখে। এমনকি ভারতে বড় ধরনের যেকোনো সংকটে সরকারি ও বিরোধিদল একসঙ্গে ভূমিকা রাখে। আমাদের দেশের বিরোধীদলেরও উচিৎ ছিল ভূমিকা রাখার। কিন্তু সেটা তারা রাখে না।

বিদেশের মধ্যকার পেন্ডিং ইস্যু সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আশা করি ভারত-বাংলাদেশের মধ্যে যেসব বিতর্ক আছে সেগুলো সামনের দিনে কেটে যাবে।

তিস্তা চুক্তির সম্ভাব্যতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতের আগের সরকারই তো আবার নতুন করে সরকার গঠন হতে যাচ্ছে। সুতরাং কোনো বিষয়ে নীতিগত পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। পানি ন্যায্য হিস্যা অনুযায়ী তিস্তা চুক্তির বিষয়ে দুই দেশে যথেষ্ট আন্তরিকতা রয়েছে।

এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ঢাকায় সফররত ইন্টারন্যাশনাল রেডক্রস ফেডারেশনের প্রেসিডেন্ট কেইট ফোর্বস।

এরপর পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত নেতারা। এ সময় মন্ত্রী নতুন কমিটিকে শুভেচ্ছা জানান।

পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির মধ্যে  হৃদ্যতাপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

এ সময় সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আলেকজান্ডার বো, কার্যনির্বাহী সদস্য কাজী দেলোয়ার হোসেন চুন্নু, দিলারা হোসেন, চিত্রনায়িকা রত্না, চিত্র নায়িকা শাহনুর প্রমুখ উপস্থিত ছিলেন।

/হাসান/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়