ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

বাজেট অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ৫ জুন ২০২৪  
বাজেট অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও বর্তমান সরকারের প্রথম বাজেট (২০২৪-২৫ অর্থবছরের) অধিবেশন শুরু হয়েছে। বুধবার (৫ জুন) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। এর আগে, বিকেল ৪টায় সংসদীয় কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক হয়। সেখানে সভাপতিমণ্ডলীর সদস্য ঠিক হলেও বাজেট অধিবেশন কতদিন চলবে তার মেয়াদ ঠিক হয়নি।
 
বৃহস্পতিবার বিকেল ৩টায় বাজেট উত্থাপন হবে। জাতীয় সংসদের গণসংযোগ শাখা-১ এ তথ্য নিশ্চিত করেন। 

কার্য-উপদেষ্টা কমিটির সভার পর বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনার জন্য পাঁচ সদস্যদের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়। 

সদস্যরা হলেন- ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম, শাহাবুদ্দিন আহমেদ, শাহরিয়ার আলম, সালমা ইসলাম ও ফরিদা ইয়াসমিন। এরা অগ্রবর্তিজন হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন। এরপর শোকপ্রস্তাব উত্থাপন ও দোয়া মোনাজাত হয়।

আসাদ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়