বিমানবাহিনীর নতুন প্রধানকে পরানো হলো র্যাংক ব্যাজ

বিমানবাহিনীর নতুন প্রধান হাসান মাহমুদ খানকে মঙ্গলবার এয়ার মার্শালের র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিমানবাহিনীর নবনিযুক্ত প্রধান হাসান মাহমুদ খানকে ‘এয়ার মার্শাল’ র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিমানবাহিনীর প্রধানকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
গত ২৬ মার্চ এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ১১ জুন থেকে তিন বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন। হাসান মাহমুদ খান বিদায়ী বিমান বাহিনী প্রধান ‘এয়ার চিফ মার্শাল’ শেখ আব্দুল হান্নানের স্থলাভিষিক্ত হলেন।
পারভেজ/রফিক