ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ঢাকা দক্ষিণ সিটির ৬৪টি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ১৭ জুন ২০২৪  
ঢাকা দক্ষিণ সিটির ৬৪টি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ৬৪টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো: ১, ২, ৪, ৫, ৭, ৯, ১০, ১২, ১৩, ১৬, ১৭, ১৯-৪১, ৪৩-৫৯, ৬১, ৬৩-৬৬, ৬৮-৭৫ নম্বর।

সোমবার (১৭ জুন) রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানান। উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মোট ওয়ার্ড ৭৫টি।

মো. আবু নাছের বলেন, ঢাকাবাসীর যে প্রত্যাশা এবং আমাদের যে লক্ষ্যমাত্রা, সেটি হলো ২৪ ঘণ্টার মধ্যে যাতে বর্জ্য শতভাগ অপসারণ হয়, শহর পরিষ্কার হয়। সকলের সহযোগিতায় ২৪ ঘণ্টায় লক্ষ্য অর্জন করতে পারব।

এএএম/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়