ঈদুল আজহা
প্রথম দিনে ঢাকা দক্ষিণ সিটির শতভাগ বর্জ্য অপসারণ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। সর্বশেষ সোমবার রাত ১২টা ১৫ মিনিটে ৬২ নম্বর ওয়ার্ডের বর্জ্য অপসারণের মধ্য দিয়ে ঈদের প্রথম দিন কোরবানি দেওয়া সব পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
এদিকে, রাত ১২টা পর্যন্ত হালনাগাদ তথ্যানুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১টি স্থায়ী-অস্থায়ী কোরবানির পশুর হাটে মধ্যে ৬টি হাট হতে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
সোমবার রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এসব তথ্য জানান।
আবু নাছের বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের সব ওয়ার্ড হতে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। সবার সহযোগিতায় সোমরাত রাত ১২টা ১৫ মিনিটে এটা করা সম্ভব হয়েছে।
/আসাদ/সাইফ/