ঢাকা     বৃহস্পতিবার   ২৭ জুন ২০২৪ ||  আষাঢ় ১৩ ১৪৩১

ঢামেক হাসপাতালে হাজতির মৃত্যু

প্রকাশিত: ২৩:০৩, ১৮ জুন ২০২৪   আপডেট: ২৩:০৮, ১৮ জুন ২০২৪
ঢামেক হাসপাতালে হাজতির মৃত্যু

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের হাজতি মোহাম্মদ নুরুল হক (৫৯)। ওই ব্যক্তি বিডিআর (বর্তমান বিজিবি) সদস্য ছিলেন।

নুরুল হককে ঢামেক হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মোহাম্মদ রিপন মিয়া জানান, মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রিপন মিয়া বলেন, নুরুল হক বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার নরোত্তমপুর গ্রামে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ মিয়া বলেছেন, আগামীকাল একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নূরুল হকের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করবে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়