ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিল সংসদে উত্থাপনের সুপারিশ
সোমবার জাতীয় সংসদ ভবনে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক হয়
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (সংশোধন) বিল, ২০২৪ পাস করার জন্য জাতীয় সংসদে উত্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সোমবার (২৪ জুন) দ্বাদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।
জাতীয় সংসদ ভবনে টিপু মুনশির সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, আ ক ম বাহাউদ্দীন, মাহমুদ হাসান সুমন, সুলতানা নাদিরা এবং বেদৌরা আহমেদ সালাম।
বৈঠকে ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (সংশোধন) বিল, ২০২৪‘ এর ওপর বিস্তারিত আলোচনা করা হয়। কতিপয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাসের উদ্দেশ্যে সংশোধিত আকারে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য সুপারিশ করে কমিটি।
বৈঠকে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএএম/রফিক