ঢামেকে কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু
বুলবুল চৌধুরী, ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সৈয়দ আলম (৫০) নামে কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) রাত ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা প্রতিপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মোহাম্মদ সুজন মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সৈয়দ আলম কোন মামলায় হাজত বাস করেছেন সেটা আমার জানা নাই।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, সৈয়দ আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/ইভা