ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

খিলগাঁও থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২০:৫৫, ২৭ জুন ২০২৪  
খিলগাঁও থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ের উত্তর গোড়ানের একটি বাসার বাথরুম থেকে আরিফা (১২) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১টার দিকে উত্তর গোড়ানের ওই বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আরিফার মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকাল সাড়ে ৫টার দিকে মরদেহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) তানিয়া খানম।

তিনি বলেন, সকালে খবর পেয়ে উত্তর গোড়ানের সাত তলা বাসার বাথরুমের এঙ্গেলের সঙ্গে উড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, ওই গৃহকর্মী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

এসআই আরও বলেন, তিন দিন আগে ওই বাসায় গৃহকর্মীর কাজে যোগ দেয় আরিফা। তবে কি কারণে কেন আত্মহত্যা করেছে, তার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

নিহত আরিফা নেত্রকোনা জেলার পুর্বধলা উপজেলার পুরপুনিয়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।

/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়