ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

খিলক্ষেতে পিকআপ উল্টে যুবক নিহত

প্রকাশিত: ১৩:১৬, ২৮ জুন ২০২৪   আপডেট: ১৩:১৭, ২৮ জুন ২০২৪
খিলক্ষেতে পিকআপ উল্টে যুবক নিহত

রাজধানীর খিলক্ষেত বিশ্ব রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে আলফাজ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলফাজ ময়মনসিংহের ফুলবাড়িয়ার কান্দাছিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। রাজধানীর মিরপুরে থাকতেন তিনি।

আরো পড়ুন:

আলফাজের ভাই মাহফুজ হোসেন বলেন, আমার ভাই একটি কোম্পানিতে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতো। গত রাতে দুর্ঘটনার পর প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। খবর পেয়ে আমরা সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আলফাজকে ঢাকা মেডিক্যালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছিলাম।

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়