ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

বেকারদের কর্মসংস্থানে বাজেটে বরাদ্দ দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ২৮ জুন ২০২৪  
বেকারদের কর্মসংস্থানে বাজেটে বরাদ্দ দাবি

বেকারদের কর্মসংস্থানে বাজেটে বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ। পাশাপাশি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়তেও বাজেটে বরাদ্দের দাবি জানায় সংগঠনটি।

শুক্রবার (২৮ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে সংগঠনের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী, বঙ্গবন্ধু লেখক পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক চাষী, ন্যাপ-ভাসানীর সভাপতি স্বপন কুমার সাহা প্রমুখ।

বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য সহজ শর্তে স্বল্প সুদে প্রতি যুবকদের ৫-১০ লাখ টাকা ঋণ বাজেটে বরাদ্দ রাখার দাবি জানান বক্তারা।

/মামুন/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়