সচিবালয়ে বিএসআরএফ’র ফল উৎসব

বিভিন্ন ফলের সমাহারে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ জুলাই) দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনও উপস্থিত ছিলেন।
বিএসআরএফ-এর সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।
এর আগে সংগঠনের সদস্যরা ফল উৎসব উপলক্ষে সমবেত হন। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ উৎসব।
উৎসবে স্থান পায় আম, জাম, কাঁঠাল, লিচু, আমড়া, লটকন, ড্রাগন, আনারসহ নানা জাতের ফল।
এএএম/ইমন