ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

সমুদ্রের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পথ খুঁজতে হবে: শিল্পমন্ত্রী 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৬, ৩ জুলাই ২০২৪  
সমুদ্রের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পথ খুঁজতে হবে: শিল্পমন্ত্রী 

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দূষণ মোকাবিলার মাধ্যমে সমুদ্রের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর, উদ্ভাবনীমূলক ও টেকসই সমাধানের পথ খুঁজে বের করতে হবে। দূষণ সমুদ্রের স্বাস্থ্য তথা সমগ্র পৃথিবীর জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি খাত এবং সুশীলসমাজের সম্মিলিত সহযোগিতায় সম্ভাব্য সমাধান খুঁজে বের করা ও তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বুধবার (৩ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব মহাসাগর দিবস’ উপলক্ষে এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ আয়োজিত ‘ওশান প্রসপারিটি: ক্যাটালাইজিং দ্য ব্লু ইকোনমি ইন বাংলাদেশ‘ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের ‘সাসটেইনেবল ব্লু প্রোডাকশন’ শীর্ষক ব্রেকআউট সেশনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, উদ্ভাবনী প্রযুক্তি ও পন্থা, যেমন: বায়োডিগ্রেডেবল উপকরণ ব্যবহার, উন্নত বর্জ্য শোধন ব্যবস্থা এবং সমুদ্র পরিষ্কারের উদ্যোগ প্রভৃতি দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই ক্ষেত্রগুলোতে গবেষণা ও উন্নয়ন আমাদের সমুদ্র সুরক্ষায় আরো কার্যকর, সুনির্দিষ্ট, অর্থনৈতিকভাবে লাভজনক ও টেকসই সমাধান খুঁজে পেতে সহায়তা করবে।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ভূ-পৃষ্ঠের প্রায় ৭০ শতাংশের বেশি স্থান মহাসাগর বা সমুদ্রের অন্তর্ভুক্ত। আমাদের গ্রহের জন্য বাসানুকূল পরিবেশ বজায় ও মানবসভ্যতার অস্তিত্ব সুরক্ষায় সমুদ্রের ভূমিকা অনস্বীকার্য ও অঙ্গাঙ্গীভাবে জড়িত। 

মন্ত্রী বলেন, প্লাস্টিক দূষণ, রাসায়নিক দূষণ, ভারী ধাতুজনিত দূষণ, তেল ছড়িয়ে পড়া এবং সামুদ্রিক দুর্ঘটনাসহ বিভিন্ন ধরনের দূষণের কারণে সমুদ্রের সামগ্রিক স্বাস্থ্য বা পরিবেশ মারাত্মক সঙ্কটের মধ্যে রয়েছে। 

তিনি বলেন, দূষণ সামুদ্রিক বাস্তুতন্ত্রের অবনতি করছে, উদ্ভিদ ও প্রাণীর ক্ষতি করছে এবং মানবস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে। এ সমস্যার সমাধানে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং জরুরি ও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। তাছাড়া, সুনীল অর্থনীতির সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে হলে সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণকে সর্বাগ্রে গুরুত্ব আরোপ করা প্রয়োজন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্নেন্সের ভিজিটিং প্রফেসর ড. টনিয়া কাপুয়ানো, চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির ইন্টারন্যাশনাল কো-অপারেশন ডিপার্টমেন্টের পরিচালক লি লি, চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি’র ল্যাবরেটরি অব মেরিন সায়েন্স নিউমেরিকেল মডেলিংয়ের উপ-পরিচালক ড. ডেজুন ডাই। ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংকের প্লাস্টিক বর্জ্যবিষয়ক সিনিয়র সার্কুলার ইকোনমি স্পেশালিস্ট জেমস বেকার। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়ামুল নাসের।

আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়