ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের এয়ার টিকিটে দেশে ফিরেছেন অসুস্থ প্রবাসী মালেক
মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৪১, ৪ জুলাই ২০২৪
আপডেট: ২২:৪১, ৪ জুলাই ২০২৪

গুরুতর অসুস্থ মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি কর্মী মালেককে দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে এয়ার টিকিট দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য গত ২ জুলাই তিনি বাংলাদেশ হাইকমিশন ও মালদ্বীপ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় দেশে ফিরেছেন।
মালেকের কাছে এয়ার টিকিট হস্তান্তর করেন মালদ্বীপে বাংলাদেশ মিশনের কাউন্সেলর (শ্রম) ও দূতালয় প্রধান মো. সোহেল পারভেজ। এ সময় কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
মালদ্বীপ প্রবাসী মালেকের বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলায়। এক পায়ে ইনফেকশন হওয়ায় বর্তমানে তিনি চলাচল করতে পারছেন না।
হাসান/রফিক