ঢাকা     সোমবার   ০৮ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৪ ১৪৩১

রেশনের মাধ্যমে পোশাক শ্রমিকদের নিত্যপণ্য দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ৫ জুলাই ২০২৪  
রেশনের মাধ্যমে পোশাক শ্রমিকদের নিত্যপণ্য দেওয়ার দাবি

অবিলম্বে রেশনের মাধ্যমে পোশাক শ্রমিকদের নিত্যপণ্য দেওয়ার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। শুক্রবার (৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন— সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাস, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শরিফ, আল আমিন হাওলাদার শ্রাবণ, আহমেদ জীবন, মোহাম্মদ সোহেল, মোফাজ্জল প্রমুখ।

শ্রমিকনেতারা প্রতারণা চুক্তির মাধ্যমে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার চর্চা বন্ধ করা এবং শ্রমিকদের সার্ভিস বেনিফিট সরকারের তত্ত্বাবধানে জমা করারও দাবি জানিয়েছেন।

মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়