ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

‘অনেক ঝড়-ঝঞ্ঝা অতিক্রম করে পদ্মা সেতু নির্মাণ করতে হয়েছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ৫ জুলাই ২০২৪   আপডেট: ১৯:০৮, ৫ জুলাই ২০২৪
‘অনেক ঝড়-ঝঞ্ঝা অতিক্রম করে পদ্মা সেতু নির্মাণ করতে হয়েছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক ঝড়-ঝঞ্ঝা অতিক্রম করে, অনেক বাধা অতিক্রম করে আমাদের পদ্মা সেতু নির্মাণ করতে হয়েছে। সম্পূর্ণ বাংলাদেশের মানুষের টাকায় এই সেতু নির্মাণ করা হয়েছে। রেল সেতুটা একই সাথে হয়ে গেছে।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পদ্মা সেতুর প্রকল্পের সমাপনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘টোলের মাধমে যে আয় হয়েছে, সেটা টাকার অঙ্কে বিচার করব না। কারণ, এই সেতু আমাদের গর্বের সেতু, টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে, আগে যারা কথায় কথায় আমাদের ওপর খবরদারি করত আর ভাব ছিল যে, এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না; সেই মানসিকতাটা বদলে গেছে।’

আরো পড়ুন:

পারভেজ/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়