ঢাকা     মঙ্গলবার   ০৯ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৫ ১৪৩১

‘জনগণের ভাগ্য পরিবর্তনে জনপ্রতিনিধিদেরকে কাজ করতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৮, ৫ জুলাই ২০২৪  
‘জনগণের ভাগ্য পরিবর্তনে জনপ্রতিনিধিদেরকে কাজ করতে হবে’

চট্টগ্রামে জেলা পরিষদের মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জনগণের ভাগ্য পরিবর্তনে জনপ্রতিনিধিদেরকেই কাজ করতে হবে। জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণের ভাগ্য উন্নয়নের বিষয়টি আজ সারা বিশ্বে স্বীকৃত। কারণ, জনপ্রতিনিধিরা সকল বিষয়ে জনগণকে সম্পৃক্ত করে সিদ্ধান্ত গ্রহণ করেন৷ 

শুক্রবার (৫ জুলাই) রাতে চট্টগ্রাম জেলা সার্কিট হাউজে জেলা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মো. তাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে জেলা পরিষদকে সক্ষমতা বাড়াতে হবে৷ আর্থিকভাবে সক্ষম হলে জেলা পরিষদের সদস্যদের বেতন বৃদ্ধির যে দাবি জানানো হয়েছে, তা পূরণ করা সম্ভব। 

আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, আমি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর প্রায় ৩ হাজার কোটি টাকার বেশি উন্নয়নমূলক কাজ করেছি৷ আরও কিছু উদ্যোগ গ্রহণ করেছি। জেলা পরিষদের আওতাধীন অনেক জমি বেদখল হয়ে আছে। এসব জমি উদ্ধার এবং জেলা পরিষদের সক্ষমতা বৃদ্ধি করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজন।

এ বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জেলা পরিষদ প্রাচীনতম প্রতিষ্ঠান হলেও দীর্ঘদিন পরিচর্যার অভাবে এটি স্তিমিত হয়ে পড়েছিল৷ কিন্তু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানটিকে গতিশীল করেন৷ জেলা পরিষদের আইন ও বিধি-বিধান পর্যালোচনা সাপেক্ষে ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা করা হবে৷ 

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান, জেলা পরিষদ চট্টগ্রামের প্রধান নির্বাহী শাব্বির ইকবাল, উপজেলা পরিষদ রাউজানের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরীসহ জেলা পরিষদ চট্টগ্রামের সদস্যরা৷

আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়