আন্তর্জাতিক সমবায় দিবস আজ
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
আজ শনিবার আন্তর্জাতিক সমবায় দিবস। আন্তর্জাতিক সমবায় দিবস আজ। প্রতি বছর জুলাই মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। সেই হিসেবে আজ দিবসটি পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত সমবায় ভবনে বিশেষ আলোচনাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, দিবসটি উপলক্ষে সমবায়ের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আরও স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে সমবায় ভবনে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ এমপিসহ সমবায় অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, সমবায় সংগঠনের ধারণা বিশ্বব্যাপী সমাদৃত। অর্থনৈতিক উন্নয়নে সমবায় একটি শক্তিশালী মাধ্যম। আন্তর্জাতিকভাবেও সমবায়ের নীতিমালায় রয়েছে একতা, সাম্য, সহযোগিতা, সততা, আস্থা, বিশ্বাস, সেবা ও গণতন্ত্র। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে দেশে টেকসই সমবায় গড়ে তোলার লক্ষ্য নিয়ে সমবায় অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সমবায় অধিদপ্তর সূত্র জানায়, সমবায়ের মাধ্যমে দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৮ লাখ ২৬ হাজার ৭২৮ জনের কর্মসংস্থান হয়েছে। ৫৭ হাজার ১৪৫টি সমবায় সংগঠনের মাধ্যমে সদস্য করা হয়েছে ১ কোটি ৬ লাখ ৯০ হাজার ৭২৮ জনকে। দেশের প্রান্তিক পর্যায়ে সমবায় সমিতি গঠন করে মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো অব্যাহত আছে। এ ছাড়া সমিতির সদস্যরা নানাভাবে সমাজের উন্নয়নে ভ‚মিকা রাখছেন। একই সঙ্গে পরিচালনা করছেন নানা ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড।
/টিপু/