ঢাকা     রোববার   ০৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২১ ১৪৩১

কোটা আন্দোলনে স্থবির রাজধানী, চরম ভোগান্তি

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ৮ জুলাই ২০২৪   আপডেট: ২০:৩১, ৮ জুলাই ২০২৪
কোটা আন্দোলনে স্থবির রাজধানী, চরম ভোগান্তি

কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা গুলিস্তানের জিরো পয়েন্ট অবস্থান করায় এর চারপাশের রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে রাজধানীর প্রায় সব রাস্তায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন নিয়মিত চলাচলকারী যাত্রীরা।

সোমবার (৮ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল ও সোহরোওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে গুলিস্তানের জিরো পয়েন্টে এসে সড়ক অবরোধ করে। প্রায় আড়াই থেকে ৩ ঘণ্টা সেখানে অবস্থান করেন তারা। ফলে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল।ৎ

আরও পড়ুন: বাংলা ব্লকেড আন্দোলনে নেমেছে জবি শিক্ষার্থীরা

মিরপুর থেকে সদরঘাটগামী এক যাত্রী বলেন, আমি সেই বেলা ১২টায় বের হয়েছি। এখন বাজে বিকেল সাড়ে ৬টা এখন সদরঘাট পৌছাইতে পারিনি।

উল্লেখ্য, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে এবং কোটা সংস্কার নিয়ে এক দফা দাবিতে জিরো পয়েন্টে অবস্থান করেন। তাদের দাবি হলো- সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য ন্যায্যতার ভিত্তিতে নূন্যতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে।

/লিমন/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়