ঢাকা     রোববার   ১৩ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ৩০ ১৪৩১

রাস্তা খোঁড়ায় ৭ দিনের কারাদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ১১ জুলাই ২০২৪  
রাস্তা খোঁড়ায় ৭ দিনের কারাদণ্ড

অনুমোদন ছাড়া ঢাকা সিটি করপোরেশনের রাস্তা খুঁড়ে নিজ বাসায় পানির সংযোগ নেওয়ায় মো. শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে সাত দিনের এবং এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণাধীন ভবনের ঠিকাদার ইমাম হোসেনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুই ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ জুলাই) ডিএসসিসি’র অঞ্চল-৯ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী সালেহ মুস্তানজির পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কাজলার ভাঙ্গা প্রেস এলাকার ঢাকা-ডেমরা রোড ও হাজী আব্দুস সামাদ রোডের সংযোগস্থলে রাস্তা খনন করে নিজ বাসায় পানির সংযোগ দেওয়ায় মো. শহিদুল ইসলামকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

এদিন অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক পরিচালিত আরেকটি ভ্রাম্যমাণ আদালত এডিস মশার লার্ভা পাওয়ায় হাজারীবাগ এলাকায় নির্মাণাধীন ভবনের ঠিকাদার ইমাম হোসেনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এছাড়াও আজ ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে আরো পাঁচটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। 

আসাদ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়