জলাবদ্ধতা নিরসনে কাজ করছে ডিএসসিসির ১০০ টিম
জলাবদ্ধতা নিরসনে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীরা
শুক্রবার (১২ জুলাই) ভোর থেকে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে মাঠ পর্যায়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও প্রকৌশল বিভাগের ১০০টি টিম।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানিয়েছেন, কমলাপুর টিটি পাড়া পাম্প স্টেশনে ৫ কিউসেক ক্ষমতাসম্পন্ন দুটি বড় পাম্প এবং তিনটি ছোট পাম্প সচল রয়েছে। ধোলাইখাল পাম্প স্টেশনে ৭.৫ কিউসেক ক্ষমতাসম্পন্ন দুটি পাম্প সচল রয়েছে। বড় চারটি ও ছোট তিনটি পাম্প দিয়ে প্রতি সেকেন্ডে ২৫ হাজার ৪২৫ লিটার পানি নিষ্কাশন করা হচ্ছে। হাতিরঝিল স্লুইস গেট চালু রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে সকাল থেকে তিন ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আসাদ/রফিক