ঢাকা     শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১২ ১৪৩২

শাহবাগে কোটাবিরোধী আন্দোলনকারীদের অবস্থান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ১২ জুলাই ২০২৪   আপডেট: ১৮:৩৮, ১২ জুলাই ২০২৪
শাহবাগে কোটাবিরোধী আন্দোলনকারীদের অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি শেষে শাহবাগ মোড় এসে অবস্থান নেন শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ফের রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন। শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪টায় কর্মসূচি শুরু করার কথা থাকলেও প্রায় দেড় ঘণ্টা পর তারা শাহবাগে অবস্থান নেন।   

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি শেষে শাহবাগ মোড় এসে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কয়েকদিন ধরে তারা আন্দোলন চালিয়ে আসছেন। সারা দেশেই এ আন্দোলন ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও আন্দোলনকারীদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। এর প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, আমাদের এই আন্দোলন চলাকালে রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে। এতে অনেকে আহত হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেছি। আমরা কোটা পদ্ধতির একটি যৌক্তিক সমাধান চাই। 

শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে মিছিল বের করা হয়।

এদিকে, শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল একপ্রকার বন্ধ রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

১ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন চলছে। ২০১৮ সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিকে সামনে রেখে আন্দোলন শুরু হয়েছিল ৷ কিন্তু, ৭ জুলাই থেকে তারা এক দফা দাবির কথা বলছেন।

মাকসুদ/পারভেজ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়