ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ইন্টারনেটে ধীর গতি থাকতে পারে 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ১৩ জুলাই ২০২৪  
শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ইন্টারনেটে ধীর গতি থাকতে পারে 

প্রতীকী ছবি

কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন কেবল (সিমিউই-৪) রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আংশিকভাবে বন্ধ থাকবে। ফলে, সারাদেশে ইন্টারনেটে কিছুটা ধীরগতি থাকতে পারে।

বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি পিএলসি (বিএসসি পিএলসি) শুক্রবার (১২ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কোম্পানিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবমেরিন ক্যাবল (সিমিইউ-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য ১৩ জুলাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এ ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। এ কারণে দেশের বিভিন্ন জায়গায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে। 

তবে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সিমিউই-৫) ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।

হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়