বাজেট ও পরিকল্পনা প্রণয়নে লিঙ্গ সমতার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

বাজেট ও পরিকল্পনা প্রণয়নে লিঙ্গ সমতার বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। তারা বলেছেন, নারীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে। সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে বিশেষ ভূমিকা রাখতে হবে।
শনিবার (১৩ জুলাই) ইউএন উইমেনের সহযোগিতায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় এই আহ্বান জানান তারা।
জেন্ডার সংবেদনশীল পরিকল্পনা ও বাজেট (জিআরপিবি) নির্দেশিকা বিষয়ক দুই দিনের ওই কর্মশালায় প্রশিক্ষক ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের (এনআইএলজি) পরিচালক (প্রশাসন ও সমন্বয়) ডা. মো. সানোয়ার জাহান ভূঁইয়া ও পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) আবু শাহিন এম আসাদুজ্জামান, উইমেন ইকোনমিক এমপাওয়ারমেন্টের প্রোগ্রাম ম্যানেজার তপতী সাহা এবং বিএনপিএস’র প্রকল্প সমন্বয়কারী আয়েশা আক্তার কনা।
কর্মশালায় সরকারের যুগ্ম সচিব ডা. মো. সানোয়ার জাহান ভূঁইয়া বলেন, জেন্ডার সংবেদনশীল পরিকল্পনা ও বাজেট প্রণয়ন প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি করা জরুরি। যাতে তারা পরিকল্পনা ও বাজেট প্রণয়নে লিঙ্গ সমতা ব্যবস্থাকে একীভূত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে স্থানীয় সরকার ইনস্টিটিউট কাজ করছে। সরকারের পক্ষ থেকে নির্বাচিত জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। সম্মিলিত প্রচেষ্টা নারীর ক্ষমতায়নে অর্থবহ পরিবর্তন ও লিঙ্গ সমতার জন্য কার্যকর সমাধান আনতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
আসাদ/ইভা