ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

২০১৮ সালে বিরক্ত হয়ে কোটা বাতিল করেছিলাম: প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ১৪ জুলাই ২০২৪   আপডেট: ১৭:০৯, ১৪ জুলাই ২০২৪
২০১৮ সালে বিরক্ত হয়ে কোটা বাতিল করেছিলাম: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

২০১৮ সালে আন্দোলন ও সহিংসতার ঘটনায় বিরক্ত হয়ে কোটা বাতিল করেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৪ জুলাই) বিকেলে চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একবার তারা এ ধরনের আন্দোলন করছিল। আন্দোলন তো না সহিংসতা। ভাঙচুর, অগ্নিসংযোগ করেছিল। তখন আমি বিরক্ত হয়ে বলেছিলাম সব কোটা বাদ দিয়ে দিলাম। তখনই বলেছিলাম যে কোটা বাদ দিলে দেখেন কী অবস্থা হয়। এখন দেখেন কী অবস্থা তৈরি হয়েছে?

কোটা প্রশ্নে আদালতের রায় না আসা পর্যন্ত সরকারের কিছু করার নেই বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কোটার বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা মামলা করেছে। এখানে নির্বাহী বিভাগের কিছু করার নেই। আদালতের মাধ্যমেই সমাধান করতে হবে। তবে, শান্তিপূর্ণ আন্দোলনে কিছু বলা হবে না। ধ্বংসাত্মক কর্মসূচি হলে আইন তার নিজস্ব গতিতে চলবে।

এ সময় প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, মুক্তিযোদ্ধাদের প্রতি এতো ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা সুযোগ পাবে না তো রাজাকারের নাতি-নাতনিরা পাবে?

পারভেজ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়