ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ১৭ জুলাই ২০২৪  
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আজও রাজধানীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কোটা আন্দোলনকারীরা।

বুধবার (১৭ জুলাই) বেলা পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। তারা কাজলা বাসস্ট্যান্ডে অবস্থান নিয়েছেন। দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, যাত্রাবাড়ি আইডিয়ালসহ আশপাশের কলেজের শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন। শিক্ষার্থীদের অনেকের হাতে বাঁশের লাঠি, কাঠ দেখা গেছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে।

এ দিকে ছুটির দিনেও ব্যস্ততম রাস্তা অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তার দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

সানারপাড় কলেজের শিক্ষার্থী সিয়াম জানান, কোটা সংস্কারের দাবিতে আমরা আন্দোলন করছি। দাবি আদায় না  হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এ দিকে আন্দোলনকারীদের পাশেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

মামুন/তারা 

সর্বশেষ

পাঠকপ্রিয়