ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

শাটডাউনে বন্ধ থাকছে ভারতীয় ভিসা সেন্টারও

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ১৮ জুলাই ২০২৪   আপডেট: ১০:২৫, ১৮ জুলাই ২০২৪
শাটডাউনে বন্ধ থাকছে ভারতীয় ভিসা সেন্টারও

শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশের সবগুলো ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) আজ বন্ধ থাকছে।

বুধবার (১৭ জুলাই) রা‌তে আইভিএসি-এর ও‌য়েবসাইটে দেওয়া এক বার্তায় এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে। 

ও‌য়েবসাইটে দেওয়া বার্তায় বলা হ‌য়, অস্থিতিশীল অবস্থার কারণে ১৮ জুলাই সব আইভিএসি বন্ধ থাকবে। আবেদনের পরবর্তী তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পাশাপাশি সাধারণ মানুষের জন্য দূতাবাস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। 

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে মঙ্গলবার ও আগের দিন সোমবার দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ছয় জন নিহত হয়।

ঢাকা/হাসান/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়