ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

ঢাকার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ১৮ জুলাই ২০২৪   আপডেট: ১৪:৪৫, ১৮ জুলাই ২০২৪
ঢাকার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

ফাইল ছবি

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর মহাখালী ও নাখালপাড়ায় রেলপথ অবরোধ করে রেখেছেন। এতে বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, মহাখালী ও নাখালপাড়ায় রেলপথ অবরোধ করে রাখায় ঢাকার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা ও শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদ, হামলাকারীদের বিচার, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে বৃহস্পতিবার সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) কর্মসূচি চলছে।

হাসান/কেআই

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়