ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

অফিস-আদালত-ব্যাংক খুলছে আজ

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ২৪ জুলাই ২০২৪   আপডেট: ১১:২২, ২৪ জুলাই ২০২৪
অফিস-আদালত-ব্যাংক খুলছে আজ

ফাইল ছবি

টানা তিন দিন বন্ধ থাকার পর অফিস, আদালত ও ব্যাংক খুলছে আজ বুধবার (২৪ জুলাই)। নির্বাহী আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে। বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট এসব দিনগুলোতে নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ থাকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ঘোষণা করা কমপ্লিট শাটডাউনের মধ্যে গত শুক্রবার দিনগত রাত ১২টা থেকে সরকার সারা দেশে কারফিউ জারি করে। এরপরও রাজধানীর বেশ কিছু এলাকায় আন্দোলনে নামে মানুষ। যদিও সরকার আগে বলেছিল, এ আন্দোলন আর শিক্ষার্থীদের হাতে নেই। সরকারের দাবি, জামায়াত-শিবির ও বিএনপি ভাঙচুর, অগ্নিসংযোগ করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে।

দেশে এমন উদ্ভূত পরিস্থিতিতে নির্বাহী আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় গত রোববার থেকে সাধারণ ছুটি ঘোষণা করে। এরপর গতকাল মঙ্গলবার বিকেলে ঘোষণা দেওয়া হয়-বুধবার ও বৃহস্পতিবার অফিস, আদালত ও ব্যাংক খোলা থাকবে। তবে এই দুই দিন বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে অফিস কার্যক্রম। আর এসব দিনগুলোতে কারফিউ শিথিল থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়