ঢাকাসহ ৪ জেলায় ৭ ঘণ্টা কারফিউ শিথিল
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশব্যাপী চলমান কারফিউ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আজ ঢাকাসহ ৪ জেলায় ৭ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।
বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ শিথিল থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চার দিনের সাধারণ ছুটির পর বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিনাজপুরে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। চট্টগ্রামে কারফিউ শিথিল থাকবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার মধ্যে গত শুক্রবার রাতে সেনা মোতায়েন করে কারফিউ জারি করে সরকার। রোববার, সোমবার ও মঙ্গলবার ঘোষণা করা হয় সাধারণ ছুটি। এর মধ্যে প্রথম দুইদিন দুই ঘণ্টা করে কারফিউ শিথিল রাখা হয়। তবে মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চার ঘণ্টা কারফিউ শিথিল দেওয়া হয়।
ঢাকা/ইভা