বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের ২ সদস্য নিহত

বান্দরবান। ফাইল ছবি/সংগৃহীত
বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ২ সদস্য নিহত হয়েছেন।
বুধবার (২৪ জুলাই) সকালে রুমা উপজেলার সৈকত পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, বান্দরবানের রুমা উপজেলার সৈকত পাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে কেএনএফের ২ জন সদস্য নিহত হয়েছেন। এ সময় অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
/হাসান/সাইফ/