ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

বৃহস্পতিবার রাজধানীতে খাবার বিতরণ শুরু করবে রেড ক্রিসেন্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ২৪ জুলাই ২০২৪   আপডেট: ১৮:৫৬, ২৪ জুলাই ২০২৪
বৃহস্পতিবার রাজধানীতে খাবার বিতরণ শুরু করবে রেড ক্রিসেন্ট

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক এমইউ কবীর চৌধুরী বলেছেন, দেশের এই সংকটাপন্ন সময়ে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্ট বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে রাজধানীর বিভিন্ন স্থানে শুকনো খাবার বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। 

বুধবার (২৪ জুলাই) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে জরুরি এক সভায় তিনি  এ কথা বলেন।   

তিনি বলেন, যেখানেই মানবতা সংকটাপন্ন সেখানেই রেড ক্রিসেন্ট মানবতার কল্যাণে এগিয়ে যায়। দেশের এই সংকটাপন্ন সময়ে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার থেকে রাজধানীর বিভিন্ন স্থানে শুকনো খাবার বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে রেড ক্রিসেন্ট। প্রায় ২ হাজার পরিবারকে সাতদিনের খাবার প্যাকেজ বিতরণ করা হবে। এছাড়াও সহিংসতা চলাকালে রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের সাতটি নীতিমালা মেনে স্বেচ্ছাসেবকরা প্রাথমিক চিকিৎসাসহ সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাবে।

জরুরি এ সভায় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান, সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পরিচালক আহমেদুল হক, আইএফআরসি’র ভারপ্রাপ্ত হেড অব ডেলিগেশন অভিষেক রিমাল, সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, ডিসিআরএম বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার, স্বাস্থ্য বিভাগের পরিচালক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এসএম হুমায়ুন কবির, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ দৌলতুজ্জামান ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মোর্শেদ প্রমুখ।

/ঢাকা/আসাদ/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়