ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

আজ থেকে স্বল্প দূরত্বের ট্রেন চলবে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১১, ২৫ জুলাই ২০২৪  
আজ থেকে স্বল্প দূরত্বের ট্রেন চলবে

ফাইল ছবি

আজ থেকে স্বল্প দূরত্বে কিছু যাত্রীবাহী ট্রেন চলবে। ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-গাজীপুর এবং ঢাকা-টাঙ্গাইল পথের কমিউটার ট্রেন আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে চলাচল করবে।

এছাড়া তিতাস কমিউটার ট্রেন ঢাকা-ব্রাহ্মণবাড়ীয়া রুটে চলাচল করবে। ট্রেনটি সকাল সোয়া ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়বে আর দুপুর ১টা ৫ মিনিটে ব্রাহ্মণবাড়ীয়া থেকে যাত্রা শুরু করবে।

বুধবার (২৪ জুলাই) চলমান পরিস্থিতিতে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেন চলাচলের বিষয়ে এ সিদ্ধান্ত নেন।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর বলেন, কারফিউ শিথিল সময়টাতেই স্বল্প দূরত্বের ট্রেন চলবে। এরপর সরকার কারফিউ নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী বৃহস্পতিবার  ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

/হাসান/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়