ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

সহিংসতায় এ পর্যন্ত ১৪৭ জনের মৃত্যু: স্বরাষ্ট্রমন্ত্রী 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ২৮ জুলাই ২০২৪  
সহিংসতায় এ পর্যন্ত ১৪৭ জনের মৃত্যু: স্বরাষ্ট্রমন্ত্রী 

ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনে সংঘাত-সহিংসতায় সারা দে‌শে সরকারিভাবে এ পর্যন্ত ১৪৭ জন মারা গে‌ছে ব‌লে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

রোববার (২৮ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তি‌নি এ কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী ব‌লেন, নিহত‌দের মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছে। মৃতের সংখ্যা নির্ণয়ে আরও অনুসন্ধান চলছে। নিহতদের মধ্যে কতজন নারী, কতজন পুরুষ কিংবা কোন পেশার মানুষ কতজন- সেটি নির্ধারণের কার্যক্রমও চলছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়কে তাদের কবে ছে‌ড়ে দেওয়া হ‌বে- এমন প্রশ্নের জবা‌বে আসাদুজ্জামান খান বলেন, দেখুন, তারা নিজেরাই বলতেছিল যে তারা ঝুঁকিতে আছেন। তাদের একজনের বাবাকে বলছিলেন যে, আমি বিশেষ প্রয়োজনে আত্মগোপন করেছি। তারা নিজেরাই বলতেছিল যে, তারা ঝুঁকিতে রয়েছেন। সেজন্য আমরা তাদের নিরাপত্তার জন্য নিয়ে এসেছি। তাদের জিজ্ঞাসা করা হচ্ছিল, কোন কোন রাজনৈতিক দল কিংবা কারা তোমাদের প্ররোচনা দিয়েছে, পরে যে আন্দোলন সহিংস রূপ নিলো, এগুলো আমরা তাদের জিজ্ঞাসা করছি। এগুলোর উত্তরও তারা দিচ্ছেন। 

মন্ত্রী বলেন, আমরা এখনো তাদের গ্রেপ্তার করিনি। তারা আমাদের হেফাজতে আছেন। আমরা শিগগির চিন্তা করছি, তাদের ঝুঁকিটা যদি মুক্ত হয়, তাহলে ছেড়ে দিতে পারবো কি না, সেটি হিসাব-নিকাশ করছি। পুলিশ যদি মনে করে, তারা ঝুঁকিমুক্ত, তাহলে তখনই তাদের ছেড়ে দেওয়া হবে। আমরা তাদের গ্রেপ্তার করিনি।

নঈমুদ্দীন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়