ঢাকা     বুধবার   ১৬ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৩ ১৪৩২

১৬ সেপ্টেম্বর পর্যন্ত গাড়ির সব কাগজের মেয়াদ বাড়ালো বিআরটিএ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ১ আগস্ট ২০২৪   আপডেট: ০৮:৩৩, ১ আগস্ট ২০২৪
১৬ সেপ্টেম্বর পর্যন্ত গাড়ির সব কাগজের মেয়াদ বাড়ালো বিআরটিএ

সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ায় গাড়ির সব কাগজপত্রের মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (৩১ জুলাই) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৮ ও ১৯ জুলাই রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট হয়। ক্ষতিগ্রস্ত হয় বিআরটিএ সার্ভার ও আইএস।

এ কারণে ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, অগ্রিম আয়কর আদায় এবং নতুন গাড়ি নিবন্ধন করা সম্ভব হচ্ছে না।  

গত ১৯ জুলাই যেসব গ্রাহকের কাগজপত্রের মেয়াদ শেষ হয়েছে কিংবা আগামী ১৫ সেপ্টেম্বর শেষ হবে, সেসব কাগজপত্রের বৈধতার মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যেই ক্ষতিগ্রস্ত সার্ভার ও আইএস সচল করার চেষ্টা চলছে। 

ঢাকা/হাসান/ইভা


সর্বশেষ

পাঠকপ্রিয়