ঢাকা     বুধবার   ২৩ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১০ ১৪৩২

সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ক্ষতিগ্রস্ত মেট্রোরেল পরিদর্শন

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ১ আগস্ট ২০২৪   আপডেট: ২০:১৬, ১ আগস্ট ২০২৪
সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ক্ষতিগ্রস্ত মেট্রোরেল পরিদর্শন

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন, বনানীর সেতু ভবন এবং বিআরটিএ ভবন পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। 

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিক, কমিটির সদস্য মো. মুজিবুল হক এবং আব্দুল্লাহ-আল-কায়সার এ সব স্থাপনা পরিদর্শন করেন। 

এ সময় কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, জনগণের কল্যাণে মেট্রোরেলের মতো উন্নয়ন প্রকল্পগুলো সরকার গ্রহণ করেছে। কিন্তু নাগরিকের দুর্দশা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী মেট্রোরেল, সেতু ভবন ও বিআরটিএ অফিসে হামলা করে। কমিটি ধ্বংসের ক্ষয়ক্ষতি নিরুপন করে দ্রুত মেট্রোরেল কিভাবে পুনরায় চালু করা যায় সে বিষয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবে। 

এ সময় সাধারণ মানুষও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সরকারি সম্পত্তির নিরাপত্তা রক্ষা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরিদর্শনকালে সেতু বিভাগের সিনিয়র সচিব, সড়ক বিভাগের সচিব, বিআরটিএর চেয়ারম্যান, মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, কোটা আন্দোলনের সহিংসতা ছড়িয়ে পড়লে ১৭ জুলাই বিকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। ১৯ জুলাই দুর্বৃত্তরা মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে স্টেশন দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতি সারাতে প্রায় ১ বছর লাগতে পারে বলে জানান মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক। 

এএএম/তারা 


সর্বশেষ

পাঠকপ্রিয়