ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

গুজব রটনাকারীদের শাস্তি দেওয়ার দাবি  

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ২ আগস্ট ২০২৪  
গুজব রটনাকারীদের শাস্তি দেওয়ার দাবি  

ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটনাকারীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানরা।

তারা বলেছেন, একটি গুজব হাজারো অ্যাটম বোমার চেয়ে ভয়ানক। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং  মানবতা ও জাতিসত্তার ওপর হুমকি মোকাবিলায় গুজব প্রচারকারীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

দেশব্যাপী চলমান সহিংসতায় করণীয় ও জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি নির্ধারণে শুক্রবার (২ আগস্ট) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, বাংলাদেশে (আইডিইবি) ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ আয়োজিত জরুরি সভায় এসব দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য জোবায়দা হক অজন্তা, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ রনি, আল-আমিন মৃদুল, সৈয়দ দিদারুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক আনিসুর রহমান মোল্লা, কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান খোকন প্রমুখ।

তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে চলমান তথাকথিত আন্দোলনে গুজব ছড়িয়ে ব্যাপক নাশকতা, ধ্বংসযজ্ঞ এবং তরুণ প্রজন্মকে দেশের বিরুদ্ধে প্ররোচিত করার প্রচেষ্টা চলছে। এই ধরনের কর্মকাণ্ড শুধু দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে না, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকেও প্রশ্নবিদ্ধ করছে।

তারা আরো বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতার চেতনা, মর্যাদা ও মূল্যবোধ রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। গুজব এবং মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা এবং তরুণদের বিপথে পরিচালিত করা অমানবিক ও তথ্যপ্রযুক্তি সম্পর্কিত অপরাধ। এই ধরনের কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধের বিরুদ্ধে।

এএএম/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়