ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংঘর্ষে গুলিবিদ্ধ আরও এক কিশোরের মৃত্যু 

প্রকাশিত: ১০:৩৪, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ১০:৩৫, ৩ আগস্ট ২০২৪
সংঘর্ষে গুলিবিদ্ধ আরও এক কিশোরের মৃত্যু 

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মোহাম্মদ ইমন (১৭) নামে আরও এক কিশোর মারা গেছে। 

শুক্রবার (২ আগস্ট) রাত সোয়া ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। 

ইমনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর। তার বাবার নাম মো. সেলিম। তিনি বাড্ডার নতুন বাজার এলাকায় বোনের বাসায় থাকতো। 

নিহতের বড় বোন তাহমিনা রাইজিংবিডিকে জানান, ইমন হোটেলে কাজ করতো। গত ১৯ জুলাই বাসা থেকে হোটেলে কাজের উদ্দেশ্যে বের হয়। পথে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ইমনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

তিনি জানান, এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ১২২ জন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৯ জনই শিক্ষার্থী। 

/ইভা/ 

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়